Latest News
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ।। ১লা চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাতে ঘুরে ঘুরে এতিম শিশুদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন জেলা প্রশাসক

রাতে ঘুরে ঘুরে এতিম শিশুদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে এতিম অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. জোহর আলী। বুধবার রাতে সদর উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দুই শতাধিক মানুষকে কম্বল তুলে দেন তিনি। রাতে আকস্মিকভাবে উপস্থিত হয়ে একটি হাফিজি মাদ্রাসার এতিম শিশুদের গায়ে নতুন কম্বল জড়িয়ে দেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. বশির গাজী জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। বুধবার রাতে ঝালকাঠি সদর উপজেলার লেশপ্রতাপ কারিমিয়া আজিজিয়া হাফিজি মাদ্রাসায় উপস্থিত হন জেলা প্রশাসক। তিনি ওই মাদ্রাসার এতিম শিশু শিক্ষার্থী ও হাফেজদের নতুন কম্বল উপহার দেন। নতুন কম্বল পেয়ে খুশ শিশু শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসক শহরের উত্তর কিস্তাকাঠি আবাস প্রকল্পে গিয়ে গরিব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

স্টাফ রিপোর্টার :  ঝালকাঠির নলছিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। …