Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে শোক সভা অনুষ্ঠিত

রাজাপুর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে শোক সভা অনুষ্ঠিত

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুর অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে মঙ্গলবার দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির মুুক্তিযোদ্ধা বিষয়ক সহসম্পাদক এম মনিরুজ্জামান মনির প্রধান অতিথির বক্তব্য রাখেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিবন্ধীদের সম্পদে তৈরি করার লক্ষ্যে স্কুল প্রতিষ্ঠাসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এক সময় প্রতিবন্ধীরা সমাজের বোঝা ও অবহেলার পাত্র ছিল। এখন সমাজে তাদের যথাযথ মূল্যায়নের লক্ষ্যে সরকার নানামুখী কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর হোসেন। রাজাপুর অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মিরাজ খানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ নেতা রিয়াজ উদ্দিন মাতুব্বর ও যুবলীগ নেতা সিরাউল ইসলাম সিরাজসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।