Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

রাজাপুরে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে নবম শ্রেণির ছাত্রী সুমা আক্তারের (১৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার ইন্দ্রপাশা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। সুমা রাজাপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়তো। সে ইন্দ্রপাশ গ্রামের ব্যবসায়ী মোদাচ্ছের হাওলাদারের মেয়ে।
রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন জানান, পবিত্র শবেবরাতের পিঠা তৈরি করা নিয়ে সুমা ও তার বোনের মধ্যে কথাকাটাকাটি হয়। এ নিয়ে সুমাকে তার মা গালমন্দ করে। এর পর থেকে রাতে সুমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্বজনরা তাকে বাড়ির ছাদের পাশে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। স্কুল ছাত্রীর রহস্য মৃত্যু হওয়ায় বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান রাজাপুর থানার ওসি।