Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে মীনা দিবস উদযাপন

রাজাপুরে মীনা দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার, রাজাপুর :
ঝালকাঠির রাজাপুরে “মীনা দিবস-২০১৯” উদযাপিত হয়েছে। ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা’ এ স্লোগানে মঙ্গলবার সারাদেশের সঙ্গে মিলরেখে দিবসটির আয়োজন করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় শিশু শিক্ষার্থীরা “মনের মতো স্কুল পেলে, শিখবো মোরা হেসে খেলে” এই শ্লোগান দেয়। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খান মো. আলমগীরের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচন সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার।
এ ছাড়াও অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমুখ।