স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুরে জাহিদ হোসেন স্বপন সিকদার (৩৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা গ্রামের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত স্বপন মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম সিকদারের ছেলে।
পুলিশ জানায়, স্বপনের পুটিয়াখালী বাজারে একটি মোবাইলের দোকান রয়েছে। আদাখোলা গ্রামে বাবার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে নিজের বাড়িতে একা থাকতো স্বপন। স্ত্রীর সঙ্গে সুসমপর্ক না থাকায় এক বছর আগে তাদের তালাক গত রাতে ভাত খেতে বাবার বাড়ি না আসায় পরিবারের সবাই তাকে খুঁজতে থাকে। সকালে ঘরের দরজা ভেঙে স্বপনকে একটি জিন্সের প্যান্ট দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ এসে স্বপনের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত স্বপনের মামা আমিনুল ইসলাম অভিযোগ করেন, স্বপনকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ‘লাশ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে মৃত্যুর কারণ জানা যাবে।’
জনতার কণ্ঠ 24 সংবাদ
ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীজ রোপণ করেছিল বিএনপি : যুবদল সভাপতি
স্টাফ রিপোর্টার : যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের …