Latest News
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ ।। ১৯শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু

রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু

স্থানীয় প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্টে আলতাব হোসেন (৫২) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলতাব হোসেন একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে পাকিস্তানে ছিলেন।

নিহতের বড় ছেলে আফজাল হোসেন জানায়, আজ সকাল ৭টার দিকে একই গ্রামে ফুফু (বাবার বোন) পিয়ারা বেগমের বাড়িতে যায় আলতাব হোসেন। সেখানে পানির পাম্প নষ্ট থাকায় পাম্পটি দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে গুরুতর আহতাবস্থায় রাজাপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে মৃতদেহ থানায় নিয়ে আসে পুলিশ।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাঈন উদ্দিন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। কারো কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।