স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুরে কল্পনা বেগম (৩৫) নামে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার শুক্তগড় ইউনিয়নের জগন্নাথপুর এলাকা গ্রামে একটি পরিত্যক্ত গোয়াল ঘরের মধ্য থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। কল্পনা বেগম ওই এলাকার তৌহিদুল ইসলাম কিসমতের স্ত্রী। তাঁর দুটি সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে আনুমানিক ৯টার দিকে বাসা থেকে বের হওয়ার পর কল্পনা বেগম নিখোঁজ হয়। পরিবারের লোকজন রাতেই বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পায়নি। শনিবার সকালে পার্শ্ববর্তী বাড়ির একটি পরিত্যাক্ত গোয়াল ঘরে কল্পনাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …