Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / রাজাপুরে পচা মাছ বিক্রির দায়ে অর্থদণ্ড

রাজাপুরে পচা মাছ বিক্রির দায়ে অর্থদণ্ড

স্থানীয় প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে পচা মাছ বিক্রির দায়ে দুই মাছ ব্যবসায়ীকে বিশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সদরের বাঘরি হাটে আজ বৃহস্পতিবার দুপুরে এ দন্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হাওলাদার।

দন্ডপ্রাপ্তরা হলেন, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া গ্রামের মো. সোহাগ (২০) ও একই এলাকার মো. সিয়াম (২০)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হাওলাদার বলেন, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪২ ধারায় তাদের দন্ড দেওয়া হয়েছে। এ ছাড়া উচ্চ আদালতের নির্দেশে ৫২টি নিষিদ্ধ পন্য বিক্রি করা হচ্ছে কি না খতিয়ে দেখা হচ্ছে।