Latest News
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ।। ৬ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / নারী ও শিশু / রাজাপুরে দুই দিনব্যাপী শিশু মেলা শুরু

রাজাপুরে দুই দিনব্যাপী শিশু মেলা শুরু

স্থানীয় প্রতিনিধি :
শিশুর জন্য উপযোগী বিশ^ গড়ে তুলতে সামাজিক সচেতনতার লক্ষ্যে ঝালকাঠির রাজাপুরে নানা আয়োজনে দুই দিনব্যাপী শিশু মেলা শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. দেলোয়ার হোসেন মাতুব্বর। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে মেলাস্থলে গিয়ে শেষ হয়। শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রমের আওতায় জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. দেলোয়ার হোসেন মাতুব্বর। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা রিয়াদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম লাইজু, রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম ও মহিলা পরিষদের সভানেত্রী মাহমুদা খানম। অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা, চলচিত্র প্রর্দশন করা হয়। মেলায় বিভিন্ন এনজিও এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্টল রয়েছে।