স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুরে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের অপরাধে দুই জেলেকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন জরিমানা করেন।
এরা হলেন, উপজেলার বড়ইয়া এলাকার মৃত মোহবাত আলীর ছেলে মো. নাছির (৩৮) ও মো. মোতাহার আলীর ছেলে মো. মনির হোসেন (৪৫)।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, সকালে উপজেলার বিষখালী নদীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। পরে আটক দুই জনকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …