Latest News
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ।। ৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে তথ্য অফিসের সমাবেশ সঙ্গীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী

রাজাপুরে তথ্য অফিসের সমাবেশ সঙ্গীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী

স্টাফ রিপোর্টার, রাজাপুর :
ঝালকাঠির রাজাপুরে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ, সরকারের বিভিন্ন সেক্টরের অর্জিত সাফ্যসমূহ তুলে ধরা এবং বাল্যবিবাহ, মাদক ও সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতামূলক মহিলা সমাবেশ, সঙ্গীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় বুধবার বিকালে জেলার রাজাপুর উপজেলার হাইলাকাঠির পাড়েরহাটে এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা তথ্য অফিসার মো. রিয়াদুল ইসলামের সভাপতিত্বে টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু ও স্থানীয় যুবলীগ সভাপতি আজিজুল হক শরীফ আলোচনায় অংশ নেন। স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন বয়স ও শ্রেণী-পেশার গ্রামীণ নারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।