Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজাপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে এক কিশোরী গৃহকর্মীকে (১৪) ধর্ষণের অভিযোগে বেলাল হাওলাদার (৩৫) নামে এক প্রবাসফেরত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে রাজাপুর থানায় নির্যাতিত কিশোরী বাদী হয়ে মামলা দায়ের করে। রাতেই পুলিশ বেলালকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়। বেলাল উপজেলার গালুয়া ইউনিয়নের পাকাপুল এলাকার মৃত মোসলেম হাওলাদারের ছেলে। তার গ্রামে খাবার হোটেল রয়েছে।
পুলিশ জানায়, বেলালের ঘরে দীর্ঘদিন ধরে গৃহকর্মীর কাজ করে আসছিল কিশোরী। তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে বেলাল। সম্প্রতি এ নিয়ে এলাকায় জানাজানি হলে বেলালকে বিয়ের জন্য চাপ দেয় ওই কিশোরী। পরে কিশোরীকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় বেলাল। এ ছাড়া ওই কিশোরী ও তার পরিবারকে এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতেও হুমকি দেওয়া হয়। পরে নিরুপায় হয়ে কিশোরী মামলা দায়ের করে।
রাজাপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, নির্যাতিত কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া অভিযুক্ত বেলালকে গ্রেপ্তার করা হয়েছে।