স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুরে করোনা উপসর্গ নিয়ে ইদ্রিস হাওলাদার (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
চিকিৎসক ও মৃতের স্বজনরা জানায়, রাজাপুর উপজেলার কৈবর্তখালী গ্রামের ইদ্রিস হাওলাদার জ্বর, বুকে ব্যাথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার সকালে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করেন স্বজনরা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …