স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুনের পক্ষ থেকে ঈদ উপলক্ষে দুই হাজার শ্রমজীবী মানুষকে খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এমপির পক্ষে তাঁর ছোটভাই ও ইউপি চেয়ারম্যান মজিবুল হক কামাল এ কার্যক্রমের উদ্বোধন করেন। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ৩ প্যাকেট সেমাই ও ৫০০ গ্রাম দুধ।
জানা যায়, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়েপড়া শ্রমজীবী মানুষ যাতে আসন্ন ঈদ-উল-ফিতর ঘরেবসে উৎযাপন করতে পারেন, সেজন্য রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলায় এ কার্যক্রম শুরু করেন এমপি হারুন। দুই উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাধ্যমে এ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
খাদ্য সামগ্রী বিরতণ অনুষ্ঠানে মজিবুল হক কামাল বলেন, এপ্রিলের শেষের দিকে এমপির পক্ষথেকে দুই উপজেলায় ২ হাজার তিনশ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়। এবার ঈদ-উল-ফিতরকে সামনে রেখে দ্বিতীয় দফায় দুই হাজার পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হচ্ছে।
খাদ্য সামগ্রী উপহার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহসভাপতি সঞ্জিব কুমার বিশ্বাস, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম সরফরাজ, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর-কাঠালিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, মঠাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার, রাজাপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন মজিবর প্রমুখ।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীজ রোপণ করেছিল বিএনপি : যুবদল সভাপতি
স্টাফ রিপোর্টার : যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের …