Latest News
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ ।। ১৯শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / রমজানকে স্বাগত জানিয়ে ঝালকাঠিতে মিছিল সমাবেশ

রমজানকে স্বাগত জানিয়ে ঝালকাঠিতে মিছিল সমাবেশ

স্টাফ রিপোর্টার :
মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং পবিত্রতা রক্ষার্থে ঝালকাঠিতে মিছিল ও সমাবেশ করেছে আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদ। আজ সোমবার বিকেলে কেন্দ্রীয় ঈদগা ময়দান থেকে একটি মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিলের নেতৃতৃ¦ দেন আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আমীরুল মুছলিহীন মাওলানা খলীলুর রহমান নেছারাবাদী হুজুর। মিছিলটি শহর ঘুরে পূর্ব চাঁদকাঠি এবায়দুল্লাহ জামে মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে ঝালকাঠি কেন্দ্রীয় জামে মসজিদে সমাবেশ অনুষ্ঠিত হয়। আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদ ঝালকাঠি জেলা শাখার সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আমীরুল মুছলিহীন মাওলানা খলীলুর রহমান নেছারাবাদী হুজুর। অন্যদের মধ্যে বক্তব্য দেন রমজানের পবিত্রতা রক্ষা উপকমিটির আহ্বায়ক সিদ্দিকুর রহমান, অধ্যক্ষ মু. আবদুর রশীদ, আল আমিন বাকলাই ও আনোয়ার হোসেন আনু।