Latest News
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ।। ৬ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / মাছ চাষে সরকার সব ধরণের সহযোগিতা করবে : আমির হোসেন আমু

মাছ চাষে সরকার সব ধরণের সহযোগিতা করবে : আমির হোসেন আমু

স্টাফ রিপোর্টার :
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক শিল্পমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, দেশের সকল খাস জলাশয়গুলোকে মাছ চাষের উপযোগী করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাছ চাষে সফলতা আসলে, দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করা যাবে। বেকার বসে না থেকে পুকুর ও জলাশয়ে মাছ চাষ করার আহ্বান জানান সাবেক এ মন্ত্রী। বুধবার ঝালকাঠির নলছিটিতে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি বলেন, যারা ব্যক্তিগতভাবে মাছ চাষ করতে চায়, সরকার তাদেরকেও সব ধরনের সহযোগিতা করবে।
মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় উপপরিচালক আনিচুর রহমান, জেলা আওয়ামী লীগ সহসভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম চৌধুরী দুলাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃঞ্চ ওঝা, উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়েদা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জার্নধন দাস। পরে সুগন্ধা নদীসহ উপজেলার বিভিন্ন পুকুর ও জলাশয়ে ৩৩৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …