Latest News
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ ।। ১৯শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / মাছুদ খানের প্রার্থিতা ৮ সপ্তাহের জন্য স্থগিত আপিল বিভাগে

মাছুদ খানের প্রার্থিতা ৮ সপ্তাহের জন্য স্থগিত আপিল বিভাগে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী কে এম মাছুদ খানের প্রার্থীতা আট সপ্তাহের জন্য স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত। মঙ্গলবার দুপুরে বিচারপতি মো. নুরুজ্জামান এ আদেশ প্রদান করেন।
জানা যায়, গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইকালে মেয়র পদপ্রার্থী কে এম মাছুদ খানের মামলা সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে দাখিল না করায় মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা মো. ওহিদুজ্জামান মুন্সি। এ ঘটনায় মাছুদ খান ৫ জানুয়ারি জেলা প্রশাসকের কাছে আপিল করেও প্রার্থিতা ফিরে পাননি। পরে তিনি হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেতে রিট আবেদন করেন।
১৩ জানুয়ারি শুনানি শেষে বিচারপতি মো. খসরুজ্জামান ও মো. মাহমুদ হাসান তালুকদারের যৌথ বেঞ্চ তাঁর প্রার্থীতা বৈধ ঘোষণা করেন। একইসঙ্গে তাঁকে প্রতীক বরাদ্দ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষ এ আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আপিল করেন। মঙ্গলবার ৮ সপ্তাহের জন্য এ আদেশ স্থগিত করেন।

এ ব্যাপারে মাছুদ খান বলেন, আমরা এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদন করবো।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …