Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / আন্তর্জাতিক / ভেনিজুয়েলার কারাগারে অগ্নিকাণ্ড, পুলিশসহ নিহত ৬৮

ভেনিজুয়েলার কারাগারে অগ্নিকাণ্ড, পুলিশসহ নিহত ৬৮

ডেস্ক রিপোর্ট : ভেনিজুয়েলার উত্তরাঞ্চলীয় শহর ভ্যালিনসিয়ায় একটি কারাগারে অগ্নিকাণ্ড ও দাঙ্গায় পুলিশসহ অন্তত ৬৮জন নিহত হয়েছেন। খবর বিবিসি ও নিউ ইয়র্ক টাইমসের। কারা কর্তৃপক্ষের দাবি, কারাগার থেকে বেরিয়ে আসতে বন্দিরা জাজিম ও তোশকে আগুন ধরিয়ে দিলে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।অগ্নিকাণ্ডের খবর শুনে কারাগারের বাইরে জমায়েত হওয়া স্বজনদের তাড়িয়ে দিতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে। কারা কর্মকর্তা জেসুস স্যাট্যানডার বলেন, অগ্নিকাণ্ডের পর এক পুলিশ কর্মকর্তা গুলিতে নিহত হয়েছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। কারাবন্দীদের স্বজনরা জানিয়েছেন, ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে অনেকে নিহত হয়েছেন। দেশটির অ্যাটর্নি জেনারেল তারেক সাব বুধবার এ তথ্য জানিয়ে বলেন,সেখানে কী ঘটছে তা জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।