Latest News
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ।। ৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / বেতনের অংশ কর্তনের প্রতিবাদে ঝালকাঠিতে মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন

বেতনের অংশ কর্তনের প্রতিবাদে ঝালকাঠিতে মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
মাদ্রাসা শিক্ষকদের বেতনের অশং থেকে অতিরিক্ত চারভাগ কর্তনের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা। রবিাবর সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তাঁরা। শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীরাও একাত্নতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেয়। মাদ্রাসা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ঝালকাঠি জেলা শাখা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সভাপতি ও এনএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোহাম্মদ ছালেহ, সেক্রটারী মাওলানা মাহাবুবুর রহমান, শিক্ষকনেতা মাওলানা আব্দুল মন্নান, মাওলানা মিজানুল হক আজাদী, ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আসাদুজ্জামান ও মাওলানা জাকির হোসেন। বক্তারা শিক্ষকদের বেতন থেকে কোনপ্রকার টাকা না কাটার অনুরোধ জানান। অযুহাত দেখয়ে বেতনের অংশ থেকে অতিরিক্ত চারভাগ টাকা টাকা কাটা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। পরে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।