স্টাফ রিপোর্টার :
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। বিক্ষোভকারীরা ফ্রান্সের সমালোচনা করে নানা স্লোগান দেন। তাদের পণ্য বাংলাদেশে বর্জনসহ এ বিষয়ে বাংলাদেশ সরকারের পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। মিছিলের নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় শুরা সদস্য ডা. সিরাজুল ইসলাম সিরাজী। এর আগে প্রেস ক্লাব চত্বরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ আলমগীর হোসেন। পরে ফ্রান্সের প্রধানমন্ত্রীর একটি কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়।
জনতার কণ্ঠ 24 সংবাদ
জরায়ু ক্যান্সার প্রতিরোধে নলছিটিতে ৯০০০ জনকে এইচপিভি টিকা দেয়া হবে
স্টাফ রিপোর্টার : স্কুলগামী অথবা শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীদের জরায়ু মুখ ক্যন্সার প্রতিরোধে ঝালকাঠি জেলায় ৯ …