Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে মানববন্ধন

বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির বাউকাঠি বিন্দুবাসিনী মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার সকালে বিদ্যালয়ের মাঠে এলাকার সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেয়।
মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক আকন্দ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনির হোসেন থলপহরি, প্রধান শিক্ষক নিত্যানন্দ বালা, শিক্ষার্থী তাউসিন আহম্মেদ সারা।
বক্তারা অভিযোগ করেন, বাউকাঠি বিন্দুবাসিনী মাধ্যমিক বিদ্যালয় একটি শত বছরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের সাবেক সভাপতি সোহরব হোসেন বিগত দিনে নানাভাবে এ প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। দীর্ঘ ৫ বছর পরে ২০২১ সালের ২৯ ডিসেম্বর অভিভাবক সদস্যদের ভোটে স্থানীয় মনির হোসেন থলপহরিকে সভাপতি করে একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। এ কমিটি মেনে নিতে পারেননি সাবেক সভাপতি। তিনি গত ০২ জানুয়ারি পাশের কীর্ত্তিপাশা ইউনিয়নের বাসিন্দা মো. বাবুল হাওলাদারকে দিয়ে বর্তমান কমিটির বিরুদ্ধে ঝালকাঠির আদালতে একটি মামলা দায়ের করান। এতে শিক্ষার পরিবেশ বিঘিœত হচ্ছে। মানববন্ধন থেকে ওই মামলা দ্রæত প্রত্যাতাহেরর দাবি জানিয়েছে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীজ রোপণ করেছিল বিএনপি : যুবদল সভাপতি

স্টাফ রিপোর্টার : যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের …