Latest News
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ।। ৬ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / বিএনপি অনলাইন প্রবাসী ফোরামের খাদ্যসামগ্রী বিতরণ

বিএনপি অনলাইন প্রবাসী ফোরামের খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার :
করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিএনপি অনলাইন প্রবাসী ফোরাম। বৃহস্পতিবার বিকেলে শহরের খাসমহল এলাকায়
জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে শতাধিক পরিবারকে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু,  ১ কেজি পেঁয়াজ, ১ কেজি সয়াবিন তেল ও ১টি সাবান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, বিএনপি অনলাইন প্রবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক সরদার শাফায়াত হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাসুম শরীফ, সাবেক সাধারণ সম্পাদক দুলাল তালুকদার, উপজেলা যুবদল নেতা ও সাবেক পৌর কাউন্সিলর জিয়াউল কবির মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইদুল কবির রানা, সিনিয়র সহসভাপতি এনামুল কবির রাসেল।
বিএনপি অনলাইন প্রবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, করোনা সংক্রমণ মোকাবেলায় দেশে অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের পাশে দাঁড়াতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশনা পেয়ে দেশেব্যাপী সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। নলছিটিতে কয়েকশ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …