Latest News
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ।। ১লা চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত সশস্ত্র হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মৌন মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় ইয়াং বাংলা ছাত্র ফ্রন্ট নামে একটি সংগঠনের উদ্যোগে শহরের কলেজ রোড থেকে মৌন মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করে তাঁরা। এতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি আসিফ আল ইমরান, সাধারণ সম্পাদক সুব্রত দাশ শুভ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান হোসেন, ঝালকাঠি সরকারি কলেজের ছাত্র মেসকাত উন নূর, ইয়াসিন জনি ও সৈয়দ আলী হাসান। বক্তারা শ্রমিক নামধারী মাফিয়া সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করার দাবি জানান। পাশাপাশি সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেছেন শিক্ষার্থীরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তাঁরা।
উল্লেখ্য গত ১৬ ফেব্রুয়ারি রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করে রূপাতলী এলাকার বাস শ্রমিকরা। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে এ ঘটনার বিচারসহ তিন দফা দাবি জানিয়ে আন্দোলনে নামে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

স্টাফ রিপোর্টার :  ঝালকাঠির নলছিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। …