Latest News
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ।। ৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / নারী ও শিশু / প্রেমিকের সঙ্গে অভিমান করে কলেজ ছাত্রীর আত্নহত্যার চেষ্টা

প্রেমিকের সঙ্গে অভিমান করে কলেজ ছাত্রীর আত্নহত্যার চেষ্টা

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে প্রেমিকের সঙ্গে অভিমান করে এক কলেজ ছাত্রী আত্নহত্যার চেষ্টা করেছে। গুরুতর অবস্থায় সে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানায়, পহেলা বৈশাখের আগের দিন (১৩ এপ্রিল) বিকেলে নলছিটি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী তাঁর প্রেমিকের সঙ্গে মোবাইলে কথা বলছিল। এক পর্যায়ে তাদের মধ্যে কথার কাটাকাটি হয়। প্রেমিকের সঙ্গে অভিমান করে ওই ছাত্রী শহরের পুরান বাজার এলাকার ঘরের পেছনে আড়ায় রশি বেধে গলায় ফাঁস লাগায়। ঘটনা দেখতে পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে আইসিউতে তিন দিন ধরে চিকিৎসাধীন রয়েছে বলে তাঁর পরিবার জানিয়েছে। (ছাত্রী ও তাঁর প্রেমিকের নাম পরিচয় গোপন রাখা হলো)