Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / পোনাবালিয়া ইউপি নির্বাচন : আওয়ামী লীগ প্রচারণায় সরব, বিএনপির শঙ্কা

পোনাবালিয়া ইউপি নির্বাচন : আওয়ামী লীগ প্রচারণায় সরব, বিএনপির শঙ্কা

স্টাফ রিপোর্টার :
তফসিল ঘোষণার পরও মামলাতান্ত্রিত জটিলনায় দুই দফায় বন্ধ হওয়া ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫ মে। নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও প্রার্থীদের সাথে মাঠ চষে বেরাচ্ছেন দলীয় কর্মী ও সমর্থকরা। আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার খান নৌকা শেষ মুহূর্ত পর্যন্ত কোন রকম সহিংসতা ছাড়াই সুন্দর পরিবেশে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। এদিকে বিএনপি সমর্থীত চেয়ারম্যান প্রার্থী ওয়ারেচ আলী খান ভোট গ্রহণের আগেই শঙ্কা প্রকাশ করেছেন। আজ রবিবার বিকেলে তিনি সংবাদ সম্মেলনে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণের দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তাঁর নির্বাচনী দলীয় প্রতীক ধানের শীষের ব্যানার, পোস্টার প্রতিপক্ষ আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর সন্ত্রাসী বাহিনী ছিড়ে ফেলছে। পাশাপাশি বহিরাগত ক্যাডারসহ ২৬ জনের একটি তালিকা প্রকাশ করেন। এছাড়াও গোলযোগ সৃষ্টি করে ভোটকেন্দ্র দখল করতে পারে এমন ৪২ জনের তালিকা প্রকাশ করেন তিনি। এর আগে ওয়ারেচ আলী খান নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রধান নির্বাচন কমিশনারের কাছেও লিখিত আবেদন করেছেন। ১৫ মে ভোট গ্রহণের দিন প্রতিটি কেন্দ্রে সার্বক্ষণিক র‌্যাব সদস্য, রাজনৈতিক প্রভাবমুক্ত প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা নিযুক্ত করার দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল বাশার খান বলেন, ওয়ারেচ আলী খান নিজেই পরাজয় ভেবে মিথ্যা কথা বলছেন। আসলে এখানে কোন সন্ত্রাসী বাহিনী এসে কাউকে প্রচার প্রচারণায় বাধা দিচ্ছে না। আমার প্রতিপক্ষ ওয়ারেচ আলী খানের ধানেরশীষের পোস্টার ও ব্যানার ছিড়ে ফেলার অভিযোগ সম্পূর্ণ মিথ্য, বানোয়াট ও ভিত্তিহীন। আমি নিজেও অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ চাই। কারন ভোটাররা এখন উন্নয়নের প্রতীকে ভোট দেয়। আর আমার দল বাংলাদেশ আওয়ামীলীগ যোগ্যতা যাচাই করে জনগনের চাহিদা অনুযায়ী দলীয় প্রার্থী মনোনিত করেন।