Latest News
বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫ ।। ১৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটি পৌর আ.লীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালিত

নলছিটি পৌর আ.লীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটি পৌর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে। সোমবার বিকেলে শহরের জিএম কমপ্লেক্সে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্বে করেন পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. এসকেন্দার আলী খান। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার মজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনার্ধন দাস, পৌরসভার প্যানেল মেয়র আলমগীর হোসেন আলো, জেলা পরিষদ সদস্য সেজুতি দত্ত, উপজেলা কৃষক লীগের সভাপতি ফিরোজ আলম ও আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মাসুম হাওলাদার। পরে শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …