Latest News
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ ।। ১৯শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটি থানায় ওপেন হাউজ ডে ও ইফতার মাহফিল

নলছিটি থানায় ওপেন হাউজ ডে ও ইফতার মাহফিল

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটি থানার উদ্যোগে ওপেন হাউজ ডে ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে থানা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহামুদ হাসান। থানার ওসি মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ওপেন হাউস ডে অনুষ্ঠানে বক্তব্য দেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান শাহীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওহায়েদ কবির খান, যুবলীগ আহবায়ক দুলাশ শরীফ, নলছিটি পৌরসভার প্যানেল মেয়র আলমগীর হোসেন আলো প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে নলছিটি পৌরসভার কাউন্সিলরবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, মানবধিকার ও এনজিও কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।