Latest News
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ।। ২৮শে ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটি উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন প্রিন্স

নলছিটি উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন প্রিন্স

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটি উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে মেহেদী হাসান প্রিন্সকে। ঝালকাঠি জেলা ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার রাতে এ তথ্য জানানো হয়। প্রিন্স উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন।
জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় মো. দিদারুল আলম রায়হান দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় না থাকায় তাকে দায়িত্ব থেকে অব্যহতি প্রদান করা হয়। ফলে যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রিন্সকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
দায়িত্ব পেয়ে মেহেদী হাসান প্রিন্স বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব গুরুত্বসহকারে পালন করবো। আমাকে এ দায়িত্ব দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু মহোদয়, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতে দলের যেকোন কর্মসূচি পালনে নলছিটি উপজেলা ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করবে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

স্টাফ রিপোর্টার :  ঝালকাঠির নলছিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। …