Latest News
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ।। ১লা চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটির রানাপাশা ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সাঈদের গণসংযোগ

নলছিটির রানাপাশা ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সাঈদের গণসংযোগ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী সাইদুর রহমান সাঈদ আনুষ্ঠানিকভাবে গণসংযোগ করেছেন। শুক্রবার বিকেলে হদুয়া দরবার শরীফের পীরের মাজার জিয়ারত শেষে তিনি কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগে নামেন। দলীয় নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে তাঁর সঙ্গে তেতুলবাড়িয়া, হদুয়া বাজার, ভেরনবাড়িয়া, তেতুলবাড়িয়া লঞ্চঘাটসহ বিভিন্ন এলাকায় যান। এসব স্থানে সকল শ্রেণির মানুষের সঙ্গে সৌজন্য স্বাক্ষত ও কুশল বিনিময় করে দোয়া প্রার্থনা করেন। এ সময় ঝালকাঠি জেলা পরিষদ সদস্য ইঞ্জিয়ার জিএম হাতেম আলী, অ্যাডভোকেট শহিদুল ইসলাম তোতা, সাবেক ইউপি চেয়ারম্যান রানাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মজিবর রহমান মিনা, ইউপি সদস্য লাবু, মন্টু, প্রধান শিক্ষক মিজানুর রহমান, প্রধান শিক্ষক ফারুক হোসেন, রানাপাশা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি পাভেল আহম্মেদ, আওয়ামী লীগ নেতা গণি হাওলাদার, পান্নু মল্লিক, হারুন মাঝি, মোসলেম হোসেন, আনোয়ার হোসেন, ব্যবসায়ী বাদল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

স্টাফ রিপোর্টার :  ঝালকাঠির নলছিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। …