স্টাফ রিপোর্টার, নলছিটি :
ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের ফয়রা দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা মো. আবদুল কুদ্দুস সাহেবের (৮৫) দাফন সম্পন্ন হয়েছে। রবিবার বাদ আছর মরহুমের প্রথম নামাজে জানাজা ঢাকার দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। সোমবার বাদ জোহর ফয়রা দরবার শরীফ ময়দানে তাঁর দ্বিতীয় জানাযা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
রবিবার সকাল ১১.৪৫ মিনিটের সময় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল¬াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য ভক্ত রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোক প্রকাশ করেছেন ছারছীনা দরবার শরীফ, জমইয়াতে হিযবুল্লাহ, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী ও কুশঙ্গল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আলমগীর হোসেন সিকদার।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীজ রোপণ করেছিল বিএনপি : যুবদল সভাপতি
স্টাফ রিপোর্টার : যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের …