স্টাফ রিপোর্টার:
বর্ণিল সাজসজ্জায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠির নলছিটি উপজেলার গোহাইলবাড়ী জেএম মাধ্যমিক বিদ্যালয় ও গোহাইলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক তিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এসময় বিদ্যালয়ের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষকী পালন করা হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কেককাটা, মিলাদ মাহফিল ও কেন্দ্রীয় কর্মসূচির সাথে মিল রেখে একযোগে রাত ৮টায় আতশবাজি ফোটানো হয়। মঙ্গলবার বিদ্যালয় মিলনায়তনে সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত উৎসবমুখর পরিবেশে এসব কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানের প্রথম অধিবেশনে ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করেন নলছিটি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট জিকে মোস্তাফিজুর রহমান। এসময় মশাল প্রজ্জলন, প্রতিযোগিদের শপথ গ্রহণ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রর্দশন করা হয়। পরে সন্ধ্যা ৭টায় শুরু হয় পুরুস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন গোহাইলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবিএম হারুন অর রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন গোহাইলবাড়ী জেএম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান সিন্টু।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …