Latest News
বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ ।। ১লা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

নলছিটিতে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে লামিয়া আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১২টার দিকে উপজেলার মাদারঘোনা গ্রামে চাচার বাড়ির পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। লামিয়া আক্তার ওই গ্রামের জলিল হাওলাদারের মেয়ে। সে সুবিদপুর বিজি ইউনিয়ন একাডেমীতে নবম শ্রেণিতে পড়তো।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লামিয়ার সঙ্গে প্রতিবেশী এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্ক মেনে নিচ্ছিল না লামিয়ার পরিবার। পরিবারের সঙ্গে এনিয়ে অভিমান করেন সে। আজ সোমবার সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। সকাল ১১টার দিকে চাচা সোহেল হাওলাদারের বাড়ির পাশে একটি গাছের সঙ্গে গলায় ফাস লাগানো অবস্থায় ঝুলতে দেখে স্থানীয়রা। তারা পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নলছিটি থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, স্কুুল ছাত্রী লামিয়ার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নলছিটি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এর পেছনে কোন কারণ আছে কিনা, পুলিশ তা তদন্ত করে দেখছে বলেও জানান ওসি।