স্টাফ রিপোর্টার :
উন্নত মানের সেবা নিয়ে যাত্রা শুরু করা ঝালকাঠির নলছিটির ‘সেবা ক্লিনিক এন্ড ডায়াগণস্টিক সেন্টার’র একযুগ পূর্তি উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। সোমবার দিনভর বিশেষজ্ঞ চিকিৎসকরা দুই শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করেন। বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানে অংশ নেন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকসহ দেশের সনামধন্য চিকিৎসকের একটি টিম। চিকিৎসাসেবা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ছিদ্দিকুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সেবা ক্লিনিক এন্ড ডায়াগণস্টিক সেন্টারের চেয়ারম্যান খান মনিরুজ্জামান বিল্পব। অন্যদের মধ্য্রে বক্তব্য দেন সেবা ক্লিনিক এন্ড ডায়াগণস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. নাসিম সরদার। নলছিটিতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নতমানের সেবা নিয়ে একযুগ আগে প্রতিষ্ঠা করা হয় সেবা ক্লিনিক এন্ড ডায়াগণস্টিক সেন্টারের। এখানে বিশেষজ্ঞ চিকিসকরা অল্প খরচে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। যুগপূর্তি উপলক্ষে সেবা ক্লিনিক এন্ড ডায়াগণস্টিক সেন্টার কর্তৃপক্ষ নানা অনুষ্ঠানের আয়োজন করে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
জরায়ু ক্যান্সার প্রতিরোধে নলছিটিতে ৯০০০ জনকে এইচপিভি টিকা দেয়া হবে
স্টাফ রিপোর্টার : স্কুলগামী অথবা শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীদের জরায়ু মুখ ক্যন্সার প্রতিরোধে ঝালকাঠি জেলায় ৯ …