Latest News
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ।। ৬ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে সরকারি চাল নিয়ে কারসাজির অভিযোগে ইউপি সদস্য বরখাস্ত

নলছিটিতে সরকারি চাল নিয়ে কারসাজির অভিযোগে ইউপি সদস্য বরখাস্ত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে খাদ্যবান্ধর কর্মসূচির ১০ টাকা কেজি চাল নিয়ে কারসাজির অভিযোগে এক মাসের দণ্ডপ্রাপ্ত ইউপি সদস্য রেজাউল করিম খান সোহাগকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনা জারি করে মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে। বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। সোহাগ উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল নিয়ে কারসাজির অভিযোগ উঠে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে। বিষয়টি তদন্ত করে প্রমান পায় উপজেলা পশাসন। অভিযোগের ভিত্তিতে গত ১৫ এপ্রিল দুপুরে ভ্রাম্যমাণ আদালত ইউনিয়ন পরিষদের গিয়ে সোহাগ খানকে আটক করে। পরে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার। বর্তমানে সোহাগ ঝালকাঠি কারাগারে রয়েছেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …