Latest News
বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ ।। ১লা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে শ্রমিকদল সভাপতির ওপর হামলা

নলছিটিতে শ্রমিকদল সভাপতির ওপর হামলা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি নলছিটিতে উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. মিজানুর রহমানের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। তাকে পিটিয়ে আহত করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় শহরের বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত মিজানুর রহমান জানান, শহরতলীর নান্দিকাঠি এলাকার মোয়াজ্জেম হোসেন ও তাঁর ছেলে শোয়েবের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে শহরে মহরা দেয়। এসময় বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকদলের সভাপতি মিজানুর রহমানকে পিটিয়ে আহত করে তারা। ঘটনার পর থেকে মিজানুর রহমানের লোকজন ঘটনার বিচার দাবি করে মিছিল করে। অপরদিকে নান্দিকাঠি এলাকার একটি গ্রুপ এলাকায় মহরা দিচ্ছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।

 

জনতার কণ্ঠ 24 সংবাদ

ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …