Latest News
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ।। ১২ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে শ্বশুর বাড়ি থেকে জামাতার লাশ উদ্ধার

নলছিটিতে শ্বশুর বাড়ি থেকে জামাতার লাশ উদ্ধার

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে শ্বশুর বাড়ি থেকে জামাতা নান্না জোমাদ্দারের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার পশ্চিম গোপালপুর গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নান্না জোমাদ্দার শ্বশুর বাড়িতেই বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার মধ্য কামদেবপুর গ্রামের মৃত সাহেব আলী জোমাদ্দারের ছেলে নান্না জোমাদ্দারের সঙ্গে ১০ বছর আগে পশ্চিম গোপালপুর গ্রামের শাহজাহান হাওলাদারের মেয়ে রেমি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নান্না শ্বশুর বাড়িতে থাকেন। বিভিন্ন সময় শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে শ্বশুর বাড়ির পেছনে একটি গাছের সঙ্গে নান্না জোমাদ্দারের লাশ ঝুলতে দেখে শাশুড়ি চিৎকার শুরু করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বলে জানিয়েছেন স্থানীয় মোল্লারহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই চাঁন মিয়া।