Latest News
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ ।। ১৯শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে শুরু হয়েছে নারী উন্নয়ন মেলা

নলছিটিতে শুরু হয়েছে নারী উন্নয়ন মেলা

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী নারী উন্নয়ন মেলা। ‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো নারী-পুরুষ সমতার নতুন বিশ্বগড়ো’ এ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে সকালে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ মেলার আয়োজন করে। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। নলছিটি সহকারি কমিশনার (ভূমি) সালমা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন প্রধান অতিথি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাইমুন্নাহার ও প্রভাষক মাহামুদা বেগম। মেলায় হাতে তৈরি ক্ষুদ্র ও কুটির শিল্পের পসরা বসানো হয়। এছাড়াও পিঠা-পুলির উৎসব চলে মেলাস্থলে। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।