স্টাফ রিপোর্টার :
নলছিটিতে যুব রেডক্রিসেন্টের সদস্যদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পৌরসভার সভাকক্ষে স্বাস্থ্য এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান। সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. জলিলুর রহমান আকন্দ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানার্ধন দাস, নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক মিলন কান্তি দাস, প্যানেল মেয়র পলাশ তালুকদার ও যুব রেডক্রিসেন্টের জেলা প্রধান মশিউর রহমান শাহীন। অনুষ্ঠান সঞ্চলনা করেন যুব রেডক্রিসেন্টের সদস্যদ সাথী আক্তার। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার, শ্রমিক লীগের সভাপতি পারভেজ হোসেন হান্নান ও মহিলা কাউন্সিলর দিলরুবা বেগম।
পরে স্বেচ্ছাসেবকরা শহরের বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনেচলাসহ করোনা মহামারির হাত থেকে বাঁচাতে করনীয় বিষয়ক সচেতনতামূলক প্রচারনা চালায়।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …