স্টাফ রিপোর্টার :
মহান বিজয় দিবস উপলক্ষে ঝালকাঠির নলছিটি শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। বুধবার সকালে পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. এসকেন্দার আলী খানের নেতৃত্বে এ শোভাযাত্রা বের হয়। শহরের থানার পুল থেকে শুরু হয়ে মোটরসাইকেল শোভাযাত্রাটি পৌর এলাকা ঘুরে হাইস্কুল সড়কে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ডা. এসকেন্দার আলী খান। দলীয় মনোনয়ন পেলে পৌরসভাকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দেন তিনি। আগামী ৩০ জানুয়ারী নলছিটি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। …