Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / নলছিটিতে মাদক ও সন্ত্রাস বিরোধী সভা

নলছিটিতে মাদক ও সন্ত্রাস বিরোধী সভা

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে মাদক, সন্ত্রাস ও অপরাধ বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কুলকাঠি ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। নলছিটি সিটিজেন ফাউন্ডেশন নামে একটি সেচ্ছাসেবী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান-পিপিএম। উদ্বোধন করেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুলকাঠি ইউপি চেয়ারম্যান এইচ এম আখতারুজ্জামান বাচ্চু, সংগঠনের আহ্বায়ক সুপ্রীমকোর্টের আইনজীবী কাওসার হোসাইন। সিটিজেন ফাউন্ডেশনের কুলকাঠি ইউনিয়ন শাখার সভাপতি মো. রাজু হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সদস্য সচিব মো. সাইদুল ইসলাম মোল্লা, শিক্ষানুরাগী এইচ এম মাসুম বিল্লাহ , সাংবাদিক মো. ইব্রাহীম খান সাকিল, প্রকৌশলী গোলাম মাওলা প্রমুখ। বক্তারা বলেন, শুধু মাদকই নয়, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভ টিজিংয়ের বিরুদ্ধেও আমাদের জেগে উঠতে হবে। অনুষ্ঠান শেষে বিভিন্ন স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।