Latest News
রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৪শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

নলছিটিতে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে একটি হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রাতের আঁধারে আগুন দিয়েছে বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত নারদ হাওলাদার।
স্থানীয়রা জানান, নারদ হাওলাদারের ছেলে ইলেকট্রিক মিস্ত্রি ননী গোপাল হাওলাদার ও দেবাশিষ হাওলাদার নলছিটি শহরে বসবাস করে। তিন বাড়িতে একাই বসবাস করতেন। শুক্রবার সকালে তিনি বসতঘর তালাবদ্ধ করে বড় ছেলের বাড়িতে বেড়াতে যান। এ সুযোগে গভীর রাতে দুর্বৃত্তরা তাঁর বসতঘরে অগ্নিসংযোগ করে। প্রতিবেশীরা আগুন জ্বলতে দেখে পানি ঢেলে নিয়ন্ত্রণ করেন। আগুনে ঘরের একটি অংশ ও ভেতরের আসবাপত্রসহ গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে যায়।
নারদ হাওলাদার অভিযোগ করেন, স্থানীয় একটি ভূমিদস্যু চক্রের সঙ্গে আমাদের জমিজমা নিয়ে মামলা রয়েছে। তারা আইনী প্রক্রিয়ায় না পেরে প্রতিশোধ নিতে আমার বসতঘরে আগুন দিয়েছে। আমি বাড়িতে ছিলাম না। হয়তো তারা আমাকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল। বিষয়টি আমি পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েছি।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে স্বৈরাচার শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে …