Latest News
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ।। ১১ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে পৌর মেয়রের উদ্যোগে শহরে জীবানুনাশক স্প্রে

নলছিটিতে পৌর মেয়রের উদ্যোগে শহরে জীবানুনাশক স্প্রে

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য জীবানুনাশক স্প্রে করেছে পৌর কর্তৃপক্ষ। বুধবার সাকল থেকে শহরের রাস্তাঘাটে ট্রাকে করে জীবানুনাশক স্প্রে করা হয়। করোনা ভাইরাস সংক্রম প্রতিরোধে প্রতিদিন এ কার্যক্রম চালানো হবে। এ কার্যক্রমের উদ্বোধন করেন ঝালকাঠি পৌর মেয়র মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী। এ সময় পৌরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী বলেন, শহরকে জীবানুমুক্ত করার জন্য স্প্রে করা হচ্ছে। করোনা ভাইরাস প্রতিরোধের জন্য পৌর কর্তৃপক্ষ নানা ধরণের উদ্যোগ নিয়েছে। তিনি বুধবার থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত জরুরী প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন। খাবার, ওষুধ, নিত্য প্রয়োজনীয়দ্রব্য ও কাঁজামালের দোকান ছাড়া সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখারও অনুরোধ জানান তিনি।

জনতার কণ্ঠ 24 সংবাদ

জরায়ু ক্যান্সার প্রতিরোধে নলছিটিতে ৯০০০ জনকে এইচপিভি টিকা দেয়া হবে

স্টাফ রিপোর্টার : স্কুলগামী অথবা শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীদের জরায়ু মুখ ক্যন্সার প্রতিরোধে ঝালকাঠি জেলায় ৯ …