Latest News
বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২২শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে নারীদের সেলাই প্রশিক্ষণ উদ্ধোধন

নলছিটিতে নারীদের সেলাই প্রশিক্ষণ উদ্ধোধন

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে দরিদ্র নারীদের ছয় মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার সকালে শহরের চায়না মাঠ সড়কে নলছিটি মডেল সোসাইটি (এনএমএস) কার্যালয়ে এ প্রশিক্ষণ শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রশিক্ষণে স্থানীয় ২০জন দরিদ্র নারী অংশ নেয়। তাদের প্রত্যেককে একটি করে সেলাই মেশিন দেওয়া হয় প্রশিক্ষণের জন্য। প্রশিক্ষণ শেষে মেশিনটি তারা বাড়ি নিয়ে যেতে পারবেন।
সেলাই মেশিন বিতরন চতুর্থ পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নের জন্য নলছিটি মডেল সোসাইটি এ প্রশিক্ষণের আয়োজন করে। নলছিটি মডেল সোসাইটির চেয়ারম্যান আব্দুল কুদ্দুস তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেন চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাঈমুন্নাহার। নলছিটি মডেল সোসাইটির বাস্তবায়নে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনএমএসের নির্বাহী পরিচালক মো. খলিলুর রহমান মৃধা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক মো. আমির হোসেন।