স্থানীয় প্রতিনিধি :
নলছিটিতে জেলা পরিষদের অর্থায়নে তিনটি নতুন রাস্তা নির্মাণ কাজের উদ্ধোধন করা হয়েছে। শনিবার সকালে নলছিটি উপজেলার মাধপাশা পুল হইতে সিদ্ধকাঠি আবুল কমান্ডারের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার মজিবুর রহমান। একই প্রকল্পে নলছিটি সিদ্ধকাঠি জয়কলস গ্রামের আবুল হাওলাদারের বাড়ির পূর্বপাশের রাস্তা এবং দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি গ্রামের মাকসুদা মেম্বারের বাড়ির রাস্তা নির্মাণ করা হবে। প্রায় চার লাখ টাকা ব্যায়ে ইটের সোলিং করে এ রাস্তাগুলো নির্মান করা হবে।