স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে জ্বর, শ্বাসকষ্ট ও গলা ব্যাথা নিয়ে ঢাকা থেকে আসা নাসির উদ্দিন (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল উপজেলার ভোজপুর গ্রামের বাড়িতে তাঁর মৃত্যু হয়। করোনা উপসর্গে তাঁর মৃত্যু হয়েছে, এমন খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের কর্মীরা তাঁর নমুনা সংগ্রহ করে। তবে চিকিৎসকরা জানিয়েছে, টাইফয়েডের কারণে হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানায়, গত ৮ মে অসুস্থ অবস্থায় ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন নাসির উদ্দিন। তাঁর অবস্থার অবনতি হলে বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে স্বাস্থ্য বিভাগের কর্মীরা মৃত যুবকের নমুনা সংগ্রহ করে। নির্ধারিত একটি সেচ্ছাসেবী টিম তাঁর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করে।
নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিউলী পারভীন বলেন, টাইফয়েডের কারণে হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে। সে বাড়িতে আসার আগে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলো। করোনার কোন উপসর্গ ছিল না, তবে স্থানীয় লোকজনের অনুরোধের কারণে তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …