Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে জেএসসি পরীক্ষায় নকলে সহযোগিতার অপরাধে অভিভাবককে সাজা

নলছিটিতে জেএসসি পরীক্ষায় নকলে সহযোগিতার অপরাধে অভিভাবককে সাজা

স্টাফ রিপোর্টার, নলছিটি :
ঝালকাঠির নলছিটিতে জেএসসি পরীক্ষায় নকলে সহযোগিতার অপরাধে এক অভিভাবককে এক মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার বিজি ইউনিয়ন একাডেমী কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত কাজী মো. জহিরুল ইসলাম উপজেলার ভুজপুর গ্রামের সেকান্দার আলীর ছেলে।
নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেন জানান, বিজি ইউনিয়ন একাডেমী কেন্দ্রে ইংরেজী বিষয়ে পরীক্ষা চলাকালে ছেলেকে নকল সরবারহ করছিলেন জহিরুল ইসলাম। এসময় স্থানীয়রা তাকে আটক করে। পরে আটককৃত ওই অভিবাবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে পাবলিক পরীক্ষা আইন ১৯৮০/৯ ধারা মোতাবেক এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।