স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে একটি ঘেরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোর রাতে উপজেলার কামদেবপুর গ্রামের মো. ফখরুল হাওলাদারের মাছের ঘেরে এ ঘটনা ঘটে।
ঘেরের মালিক জানান, এক একর জমিতে তিনি মাছের ঘের করে রুই, কাতল, তেলাপিয়া, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করেন। পূর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষরা বুধবার ভোররাতে তাঁর ঘেরে বিষ প্রয়োগ করে। সকালে তিনি খাবার দিতে গিয়ে ঘেরের মাছ মরে ভেসে উঠতে দেখেন। এতে তাঁর সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। বিষয়টি তিনি নলছিটি থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নলছিটি থানর পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
জরায়ু ক্যান্সার প্রতিরোধে নলছিটিতে ৯০০০ জনকে এইচপিভি টিকা দেয়া হবে
স্টাফ রিপোর্টার : স্কুলগামী অথবা শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীদের জরায়ু মুখ ক্যন্সার প্রতিরোধে ঝালকাঠি জেলায় ৯ …