Latest News
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ।। ১২ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে কালোবাজারির চালসহ দুই যুবক আটক

নলছিটিতে কালোবাজারির চালসহ দুই যুবক আটক

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে কালোবাজারির ৩০০ কেজি চালসহ দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। রবিবার রাত ১২টার দিকে পৌরসভার কান্ডপাশা এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবকদের বিরুদ্ধে সোমবার সকালে নলছিটি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, সুগন্ধা নদীতে নোঙর করা একটি জাহাজ থেকে ৭ বস্তায় ৩০০ কেজি চাল বিক্রি করে খাসমহল এলাকার মো. ওয়াসিম ও নয়নের কাছে। নয়ন চাল নিয়ে রাতে নলছিটি-দপদপিয়া সড়ক দিয়ে বরিশাল যাওয়ার সময় স্থানীয় জনতা আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাকে আটক করে। তাঁর দেওয়া তথ্যানুযায়ী ওয়াসিম নামে আরো এক যুবককে আটক করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে নলছিটি থানায় নিয়মিত মামলা হয়েছে। চালগুলো জাহাজ থেকে কালোবাজারি করে বিক্রি করা হয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

জরায়ু ক্যান্সার প্রতিরোধে নলছিটিতে ৯০০০ জনকে এইচপিভি টিকা দেয়া হবে

স্টাফ রিপোর্টার : স্কুলগামী অথবা শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীদের জরায়ু মুখ ক্যন্সার প্রতিরোধে ঝালকাঠি জেলায় ৯ …