স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে শাহজাহান হাওলাদার (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়। তিনি এক সপ্তাহ ধরে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও বুকে ব্যাথায় ভুগছিলেন।
শাহজাহান হাওলাদারের মো. সাইফ জানান, তাঁর বাবা অসুস্থ থাকায় বাসায় বসেই চিকিৎসা নিচ্ছিলেন। সকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে বাসা থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে সকাল সাড়ে ৮টায় তাঁর মৃত্যু হয়। শাবাব ফাউন্ডেশন তাঁর লাশ দাফন করেছে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
জরায়ু ক্যান্সার প্রতিরোধে নলছিটিতে ৯০০০ জনকে এইচপিভি টিকা দেয়া হবে
স্টাফ রিপোর্টার : স্কুলগামী অথবা শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীদের জরায়ু মুখ ক্যন্সার প্রতিরোধে ঝালকাঠি জেলায় ৯ …