Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

নলছিটিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

স্থানীয় প্রতিনিধি :
নানা কর্মসূচির মধ্যদিয়ে নলছিটিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. শাখাওয়াত হোসেন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি খন্দকার মজিবর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম চৌধূরী দুলাল, উপজেলা কৃষি কর্মকর্তা মিলি আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার আজিম প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সুশীল সামাজের প্রতিনিধি ও সরকারি বেসরকারি কর্মকর্তাসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। পরে স্থানীয় শিল্পিদের অংশগ্রহনে একই স্থানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।